রাতের দুঃস্বপ্নগুলো প্রতিনিয়ত সাকিবকে তাড়া করে ফেরে। কখনো কখনো সাকিব আর নিজের মধ্যে থাকতে পারে না । মনে হয় সে অন্য কেউ হয়ে যায়। ভালোবাসায় নিঃস্ব সাকিবের অন্ধকার জীবন। সে অন্ধকুঠুরীর মাঝে হঠাৎ এসে পড়ে মোমের নরম আলো। পার্থিব জগতের অপার্থিব মায়া। সে মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসা কি সম্ভব?
নগরীতে ঘটে গেছে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। খুনের সাথে জড়িত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হত্যাকারী ঠান্ডা মস্তিষ্কে, সুকৌশলে ও ভীষণ নৈপুণ্যের সাথে নিজ কাজে এগিয়ে যাচ্ছে।
ডিটেকটিভ রায়হান আলীর চোখে প্রাইম সাসপেক্ট একজন। কিন্তু জাল যতবার গুটিয়ে আনবার চেষ্টা চালাচ্ছেন, ততবারই ডুবে গেছেন অতল জলের গহবরে। এমনই টান টান উত্তেজনা ও রহস্যে ঘেরা ঘটনায় এগিয়েছে ‘মায়াজাল’-এর কাহিনি।