মজার মজার চারটি গল্প নিয়ে ‘কচ্ছপের অদ্ভুত কা-’ বইটি। গল্পগুলো যে শুধু শিশুতোষ, সে কথা বললে ভুল হবে। কারণ এই ধরনের গল্প সব বয়সী পাঠকের মনের খোরাপ জোগাবে সন্দেহ নেই। শিশুতোষ গল্প বলার জন্য শিশুতোষ মন লাগে। লেখক বয়স্ক হলেও শিশুদের মন-মানসিকতা সম্পর্কে তিনি বেশ সজাগ। এই বইয়ের একটি গল্পে ছোট শিশুটি তার মা ও বাবার কাছে বায়না ধরেছে যে, সে তাজমহল বাড়িতে নিয়ে যাবে! তাজমহল যে বাড়িতে নিয়ে যাওয়া যায় না, সে কথা বড়দের মতো বললে শিশু মন কিছুতেই তা মানতে চাইবে না, লেখক তা জানেন। শিশুটির বাবা তার মেয়েকে তাজমহল ঠিকই দিয়েছিলেন, কিন্তু আসল তাজমহল নয়। তাহলে আসল তাজমহল নেয়ার মজা কী করে পেলো অবুঝ শিশু? সে ঘটনা লেখক সুন্দর করে বুঝিয়ে বলেছেন তার গল্পে। এ ছাড়াও আরও যে কয়েকটি গল্প রয়েছে বইটিতে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। আশা করছি বইটি সবার ভালো লাগবে।