1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 425TK. 369 You Save TK. 56 (13%)
Related Products
Product Specification & Summary
১৯৭৭ সাল। ডা. সাজেদুল হক, ইকরাম নামে বন্ধুদের কাছে পরিচিত, বেইলী রোডের বাবার সরকারি বাসার বারান্দায় বসে বিকেলের পড়ন্ত রোদে সামনের গাছের ডালে পাখিগুলোর এক ডাল হতে আরেক ডালে উড়ে বসতে দেখছিল। বিভিন্ন পাখির কিচির-মিচির আওয়াজ তাকে বেশ আনন্দ দিচ্ছিল। তথাপি ইকরামের মনটি একটু উদাস। আর দুদিনের মাথায় বাংলাদেশ ছেড়ে ইরাকে, ওই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি নিয়ে বাগদাদে যাবে। ইকরাম যেতে চেয়েছিল ইরানে, কিন্তু আপাতত সেখানে যাওয়া হচ্ছে না, তাই ইরাকেই যেতে হচ্ছে। বড় ভাই শহিদুল হকের সৌজন্যে প্রথমে ইরানে ট্যুরিস্ট ভিসা পেলেও বিভিন্ন কারণে যেতে পারেনি। এরপর ভাইয়ের সৌজন্যেই ইরাকে চাকরি পাবার পথে।
১৯৬৯ সালের মেডিক্যাল কলেজের ব্যাচের বহু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব বেশির ভাগই বেশ কয়েক বছর আগে ইরানে চলে গেছে। ঘনিষ্ঠদের মধ্যে যে কয়েকজন ঢাকায় রয়েছে তার মধ্যে অন্যতম মামুন যার পুরো নাম সৈয়দ সাদউল্লাহ।
'ভাইয়া তোমার আর কি কি গোছাতে হবে বলে দাও', একমাত্র ছোট বোন শিরিন হক চা দিয়ে বলল।
'আচ্ছা আমিই আসছি' বলল ইকবাম।