গভীর ভালোবাসার সম্পর্ক গুলো অনেক সময় পরিস্থিতির কাছে হেরে যায়। সেক্ষেত্রে অনেকেই বিপরীত মানুষটাকে প্রতারক, বেঈমান আখ্যা দিয়ে এগিয়ে যায় জীবনের পথে। ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেলেই বুঝি একে অপরকে দোষারোপ করতে হবে? চাইলেই তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারে আজীবন। একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারে একে অপরের পাশে। এই সম্পর্কে কোন নষ্টামি থাকে না। থাকে একান্তই একে অপরের জন্য শুভকামনা। মনের গহীন কোণে কোথাও থেকে যায় একে অপরের প্রতি পিছুটান