কাঁদতে কাঁদতে থানায় এসেছে বারো বছর বয়সের ছোট্ট মেয়ে তরণী। ওসি মনিরুল ইসলামের সামনে সে বসে আছে। তার দুচোখ ফোলা। মনিরুল ইসলাম বুঝতে পারছেন না, সে কেন এভাবে কাঁদছে। তাই তিনি জিজ্ঞেস করলেন, 'কী ব্যাপার! কাঁদছো কেন?'
'আঙ্কেল, আই নিড ইয়োর হেল্প।'
'কী হেল্প লাগবে আম্মু? বলো!'
'আমি মামলা করতে চাই।'
'কার নামে মামলা করতে চাও?'
'আমার আব্বু-আম্মুর নামে।'
'তুমি এসব কী বলছো, মা?'
'জি আঙ্কেল, আমি ঠিকই বলছি।'
'মানে? কেন তুমি তোমার আব্বু-আম্মুর নামে মামলা করতে চাও?'
'আমাকে জন্ম দেওয়ার অপরাধে।'
তরণীর চোখে-মুখে ধিক্কার। তার কথা শুনে মনিরুল ইসলামের কান ঝাঁঝাঁ করে উঠল। এ তিনি কী শুনছেন!