হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি স্তম্ভ, যা অনুষ্ঠিত হয় বায়তুল্লাহকে কেন্দ্র করে। সামর্থ্যবান ও সুস্থ মুসলিম নর-নারীর জন্য আল্লাহর উদ্দেশ্যে জীবনে একবার হজ করাকে ফরজ করা হয়েছে।
যথাযথভাবে হজের বিধি-বিধান আদায় না হলে গুরুত্বপূর্ণ এ ইবাদত শুদ্ধ হবে না। ফলে অর্থ ব্যয় এবং পরিশ্রম বিফলে যাবে। হজ আদায়ে ইচ্ছুক সবারই উচিত হজের প্রয়োজনীয় ফরজ, ওয়াজিবসহ যাবতীয় মাসআলা জেনে নেয়া। এ উদ্দেশ্যেকে সামনে রেখে যোগ্য আলেমের সহযোগিতায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের আলোকে হজ ওমরাহ্ ও যিয়ারত সম্পর্কিত মাসআলা সম্বলিত এ গ্রন্থটি প্রাকশের করা হয়েছে। যে সকল বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে সকল বিষয় সম্পর্কে গ্রন্থটিতে আলোকপাত করা হয়েছে। একই সাথে হজের কার্যক্রম যথাসম্ভব ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।