4 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 200TK. 166 You Save TK. 34 (17%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
“দ্য ওয়াণ্ডারার’স নেকলেস" বইটির লেখকের কথা:
আমি বই লিখবাে' টাইপ ঘােষণাটা যখন দিয়ে দিলাম, তখন এই বইয়ের মাত্র একটা গল্প লিখেছি। হাঁটতে-বসতে-আডডায় মাঝেমাঝেই কাছের লােকজন জানতে চায়, বই লেখা কতােদূর। কবে নাগাদ হাতে পাচ্ছে। তারা। আমি এড়িয়ে যাই। আবার কখনােসখনাে দায়সারাভাবে উত্তর দিই, ‘এইতাে শেষের দিকে। কয়েকদিনের মধ্যেই ফাইনাল পাণ্ডুলিপি প্রকাশনীতে জমা দিবাে।' সেই কয়েকদিন আর শেষ হয় না। আমি রাতের পর ভাবতে থাকি। গল্প নিয়ে, বই নিয়ে। আমার ভাবনা শেষ হয় না। এদিকে লেখাও শেষ হয় না। দিনের পর দিন আমি না লিখে বসে থাকি। জানালার কাচ গলে চুইয়ে পড়ে জোছনার আলাে। যখন নিঘুম রাতগুলােতে লেখার টেবিলে কিছু না লিখেই বসে থাকি, তখন আমার কাছে আসে একটা হলদে পাখি। আমি পাণ্ডুলিপি দূরে ঠেলে দিয়ে শুনতে থাকি হলদে পাখির গান।