Category:সমকালীন উপন্যাস
'একাদশীর চাঁদরে
ঐ রাঙ্গা মেঘের পাশে
যেন কাহার ভাঙ্গা কলস
আকাশ গাঙে ভাসে, ভাসে
একাদশীর চাঁদরে,
ঐ রাঙ্গা মেঘের পাশে।...'
তরুণ পুলিশ অফিসার মুহম্মদ আলীর গৃহ সরগরম করে সমানে বেজে চলেছে নজরুল সঙ্গীতের এই ক্যাসেট। এই একাদশীর রাতে মুহম্মদ আলীর স্ত্রী মাহমুদা খাতুন এই মাত্র প্রসব করলেন একাদশীর চাঁদের মতো এক পরমা সুন্দরী কন্যা সন্তান, পরবর্তীকালে যার নাম রাখা হলো 'চাঁদনী'।
খবর পেয়ে ছুটে এলেন মুহম্মদ আলী সাহেবের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বিনা যন্ত্রণায় ও বিনা সময় ক্ষেপণে আপছে আপ এই কন্যা সন্তান বেরিয়ে এলো মাতৃজঠর থেকে। প্রসূতি ও সন্তানের মুখমণ্ডলে কোন ক্লান্তি নেই।
Report incorrect information