Category:রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ
‘কমিউনিস্ট পার্টির ইস্তাহার’ এর এই বাংলা সংস্করণ ১৮৮৮ সালের এঙ্গেলস সম্পাদিত ইংরেজি সংস্করণের অনুবাদ। পুস্তিকায় ১৮৮৮ সালের ইংরেজি সংস্করণ ও ১৮৯০ সালের জার্মান সংস্করণের জন্য লিখিত এঙ্গেলসের টীকা সন্নিবদ্ধ হয়েছে। ‘ইস্তাহার’ এর বিভিন্ন সংস্করণের জন্য লেখা রচয়িতাদের সমস্ত ভূমিকা এ সংস্করণে দেয়া হল। বাংলা অনুবাদ প্রগতি প্রকাশন ১৯৮৫।
Report incorrect information