“রহস্যলীনা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
রহস্যের মায়াজালে প্রত্যেকের জীবন। রহস্যের। গােলকধাধা ভেঙে আমরা কেউই পুরােপুরিভাবে বের। হতে পারি না। জীবনের নানা রহস্যের মাঝে ভৌতিকভীতি কম-বেশি আমাদের সকলের মাঝেই বিদ্যমান। যাপিত জীবনের কিছু রহস্যের সমাধান। হয়তাে করা যায়, কিন্তু ভৌতিক রহস্যের পরিপূর্ণ সমাধান আজ অবধি কেউ করতে পারেনি! এ নিয়ে। আছে নানাজনের নানা মত, নানা বিতর্ক। রহস্য নিয়ে বিভিন্ন সময়ে রচিত হয়েছে নানা গল্প, উপন্যাস; সেলুলয়েড ফিতায় তৈরি সিনেমা পেয়েছে। জনপ্রিয়তা। আটটি ভৌতিক-রহস্য গল্প নিয়ে স্ব-স্ব প্রতিভায় প্রজ্জ্বলিত আট নারী লেখক ‘রহস্যলীনা’র মলাটে আবদ্ধ হয়েছেন ।