13 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 900TK. 779 You Save TK. 121 (13%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
২০২০ সালকে সংজ্ঞায়িত করেছে করোনাভাইরাসের মহামারি। ভাইরাসের সংক্রমণের মাঝে ভূরাজনৈতিক প্রতিযোগিতা উঠেছে চরমে। এই ভূরাজনৈতিক খেলায় আগের খেলোয়াড়রাই মাঠে রয়েছে। তবে২০১৯ সালের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার সাথে করোনাভাইরাস মিশ্রিত হওয়ায় পরিস্থিতি হয়েছে বেসামাল। এবং তা বর্তমান বিশ্বব্যবস্থার অতি ভঙ্গুর পরিস্থিতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ২০২০ সালে সবচাইতে বড় ভূমিকম্প ছিল এটাই; যা কিনা পশ্চিমা আদর্শের ভিতকেই দুর্বল করে ফেলেছে। এর আগের কোন দুর্যোগেই এমনটা ঘটেনি। ভূমিকম্পের মতোই দুর্বল স্তম্ভগুলিকে এই দুর্যোগ আক্রমণ করেছে; অতি দুর্বলগুলিকে ধ্বসিয়ে ফেলেছে। অনেক স্থানেই তৈরি হয়েছে ফাঁটল; যেখানে নতুন ধরনের দুর্যোগের আশঙ্কা দেখা যাচ্ছে।
২০২০ সাল ছিল ভূরাজনৈতিক ভুমিকম্পের বছর; কারণ তা যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হতে পারে কোন জাতিরাষ্ট্র, সেব্যাপারটাকে সামনে আনেনি। বরং পশ্চিমা জীবনব্যবস্থা কতদিন সমাধানহীন অবস্থায় দুনিয়ার নেতৃত্ব দিতে পারবে, সেই প্রশ্নকে সামনে এনেছে। প্রশ্নটা এখন আর জাতিরাষ্ট্রের প্রতিযোগিতার মাঝে সীমাবদ্ধ নয়; এটা এখন একটা আদর্শিক প্রশ্ন। গত বেশ কয়েক বছর ধরেই পশ্চিমা আদর্শ থেকে আসা জাতিরাষ্ট্রের চিন্তাটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্বব্যাপী। অনেকগুলি জাতিরাষ্ট্রই অস্তিত্ব সংকটে রয়েছে; বাকিগুলি জাতিরাষ্ট্রের বাউন্ডারি না মেনেই চলছে দেদারসে। জঙ্গলের নিয়মে চলছে বিশ্ব; যা সভ্য দুনিয়ার দিকে ইঙ্গিত দেয় না। এই পরিস্থিতি মানুষকে নতুন সমাধান খুঁজতে মরিয়া করে তুলবে।