“জ্যোস্নায় সূর্যজ্বালা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
‘সেলিনা হােসেন ছােটগল্প আর উপন্যাসের পৃথিবীতে একটি উজ্জ্বল নাম; মননে আধুনিক, কোথাও দুঃসাহসী, যেমন চরিত্র নির্মাণে, কখনাে-বা সংলাপে প্রায় নাটকীয় এবং এসব সত্ত্বেও বাংলাদেশের প্রকৃতি, নরমকোমল পেলব সুকান্ত চিত্রাবলী সেলিনা হােসেনের গল্প-উপন্যাসের ভেতরে প্রগাঢ় হয়ে আছে, যেন ফুটে উঠেছে সমস্ত বাংলাদেশের মানবতাবৃন্দ;
যেসব নায়ক-নায়িকাগণ সেলিনা হােসেনের প্রথম গল্পগ্রন্থ ‘উৎস থেকে নিরন্তর প্রথম উপন্যাস “উত্তর সারথিতে কিংবা দ্বিতীয় উপন্যাস ‘জলােচ্ছ্বাসে’ ফুটে উঠেছে- তারা রক্ত-মাংসসম্পন্ন মানুষ; এবং সে কারণে। সম্পূর্ণ ভিন্নতা বজায় রেখেও তারা কালের কণ্ঠস্বর, সেলিনা হােসেনের বর্তমান উপন্যাস ‘জ্যোস্নায় সূর্যজ্বালা’য় তাঁর আরও পরিণত মনস্কতার। পরিচয় আছে। আছে বাংলাদেশের আন্দোলনের কিছু রক্ত; এবং আবার বলি, এসব সত্ত্বেও আছে উপন্যাসের সুবলয়’