"ওয়াইমাতা" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কেউ একজন বলল, গিটো, তুমি রেগে আছ। তােমার মস্তিষ্কে নিউরনের রিডিং। অস্থির গিটো, তুমি রেগে আছ কেন?। গিটো ভ্যাবাচেকা খেয়ে গেছে। ঘরে কেউ নেই। কে কথা বলছে সে বুঝতে পারছে।
আমার নাম ওয়াইমতা, সেই কেউ একজন আবার বলল, আমি তােমার বন্ধু। বন্ধু হচ্ছে দুজনের ভাবনার তরঙ্গ মিলে যাওয়া। তােমার ভাবনার সাথে আমার ভাবনার তরঙ্গ মিলিয়ে নিয়েছি। গিটো দারুণ অবাক হয়েছে। ভাঙা খেলনার ভেতর ঘাসফড়িংয়ের মতাে। দেখতে একজন দাঁড়িয়ে আছে। তার গায়ের রং সবুজ। বুক আর পিঠ নতুন কলাপাতার মতাে হালকা সবুজ আর শরীরের দুপাশ গাঢ় সবুজ। মাথায় লম্বা দুটো শুড়। চকচকে কালাে গােল দুই চোখ। দুপায়ে ভর দিয়ে মানুষের মতাে দাঁড়িয়ে আছে।