আমি আমার অন্তর্দৃষ্টি যখন প্রসারিত করি তখন আমার বোধিতে অনুভব করি, ভারি সুন্দর আমার এই দেশ। স্বাধীন বাংলাদেশ। এমনি সবুজে ঘেরা, মায়াবী দেশে জন্ম আমার। আকাশের নীল ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। যে দেশে আমি জন্মেছি সেখানেই আমার শিকড়। চারাগাছ থেকে একসময় মহীরুহ হয়ে উঠেছি। ডালপালার বিস্তৃতি হয়েছে।
ঐশ্বর্যের পেছনে ছুটে চলা মানুষকে একটা সময় থমকে যেতেই হয়। মনে পড়ে যায় তলস্তয়ের সেই গল্পটি “কতটুকু জমি একটি মানুষের দরকার?
একাত্তরের নয়টা মাস বাঙালি জাতির জন্য গৌরবময় ইতিহাস হয়ে থাকবে যুগ যুগ। এই রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ফিরে দেখি নিজেকে, যেখানে জন্মেছি।
এই সুন্দর দেশের কাছে আমারও তো কিছু ঋণ আছে।