35 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 294TK. 212 You Save TK. 82 (28%)
Get eBook Version
TK. 120
Related Products
Product Specification & Summary
আল্লাহর বান্দারা, একটি আশ্চর্যজনক আয়াত—যা দয়াময় আল্লাহ তাআলার রহমতের বহিঃপ্রকাশ ঘটায়—সেই আয়াতে আল্লাহ তাআলা তাঁর মুমিন বান্দাদের লক্ষ্য করে বলেন : يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ ‘তিনি তাদের ভালোবাসেন এবং তারাও তাঁকে ভালোবাসে।’
(সুরা আল-মায়িদা : ৫৪)
.
ইবনুল কাইয়িম রহ. বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই যে, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। কারণ ফকির ধনীকে এবং অসম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তিকে ভালোবাসাটা স্বাভাবিক ব্যাপার। যে কারও প্রতি দয়া বা অনুগ্রহ করে, তার প্রতি মানসিক দুর্বলতা বা মনের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাজা তার প্রজাকে ভালোবাসা, আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভালোবাসা এবং তাদের সব ধরনের নিয়ামত দিয়ে ভরপুর করে রাখা। মনে রাখবে, আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্যে নির্দিষ্ট কাউকে ভালোবাসাটা অনেক বড় একটি বিষয়। সেই বান্দার জন্য অনেক বড় শ্রেষ্ঠত্বের ব্যাপার এটি। যার মূল্য কেবল সেই ব্যক্তিই অনুধাবন করতে সক্ষম, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে ভালোভাবে তাঁর গুণাবলি সহকারে চিনে।
আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসার একটি আলামত হলো, তাকে দুনিয়ার ভোগবিলাস থেকে হিফাজত করা। তার মাঝে এবং দুনিয়ার নিয়ামতরাজি ও প্রবৃত্তির মাঝে আড়াল সৃষ্টি করে রাখা। তাকে দুনিয়ার চাকচিক্য দ্বারা কলুষিত হওয়া থেকে রক্ষা করা, যাতে সেগুলোর দ্বারা বান্দার অন্তর অসুস্থ হয়ে না যায়।
আবু সাইদ খুদরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. বলেছেন :
إِنَّ اللَّهَ لَيَحْمِي عَبْدَهُ الْمُؤْمِنَ مِنَ الدُّنْيَا، وَهُوَ يُحِبُّهُ كَمَا تَحْمُونَ مَرِيضَكُمْ مِنَ الطَّعَامِ وَالشَّرَابِ تَخَافُونَهُ عَلَيْهِ
‘নিশ্চয় আল্লাহ তাঁর মুমিন বান্দাকে ভালোবেসে দুনিয়া থেকে হিফাজত করেন, যেমনিভাবে তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তির ব্যাপারে ভয় করায় তাকে খাবার ও পানীয় থেকে দূরে রাখো।’ (মুসনাদু আহমাদ : ২৩৬২২)