বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Product Specification & Summary
ভাষা ও চিন্তানুশীলনে যেমন বাংলার অতুল বৈভব, বিভাজিত চৈতন্যে তেমনি তার বিপুল অগৌরব। যে অনুশীলনে চিন্তা ও কর্মের যােগে উৎকর্ষের আহরণ, ভাবধারার সঙ্গে কর্মপ্রণালীর বিচ্ছিন্নতায় সে ঔজ্জ্বল্য আজ কালিমায় ঢাকা। যে লােকসমষ্টি নিয়ে বাংলার উত্তরণের স্বপ্ন, সংকীর্ণ স্বার্থের মােহে সে স্বপ্নের বিনষ্টি। এ অগৌরব যেমন আকস্মিক নয়, হতাশ্বাসও তেমনি চিরস্থায়ী হতে পারে। স্বার্থচিন্তা যেমন প্রবল, তেমনি নিঃস্বার্থ কর্মপ্রণােদনার সমবেত সুরটাও শােনা যায় তার লােকসমাজের বসতে বসতে। ‘স্মৃতি ফিরে এসাে’ বাংলার চিন্তানুশীলনে সেই কর্মপ্রভ স্মৃতির আবাহন।