Category:ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল
"ফাতাওয়া আরকানুল ইসলাম" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
রাসূলুল্লাহ ﷺ বলেন, “ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পাঁচটি বিষয়ের ওপর।
১. এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনাে উপাস্য নেই, মুহাম্মাদ আতাহার আল্লাহর রাসূল,
২. সালাত প্রতিষ্ঠা করা,
৩. যাকাত প্রদান করা,
৪. মাহে রমযানে সিয়াম পালন করা এবং
৫. সাধ্য থাকলে আল্লাহর ঘরের হজ পালন করা।”
(বুখারী ও মুসলিম)
ইসলামের এই পাঁচটি ভিত্তি সম্পর্কে মানুষের প্রশ্নের অন্ত নেই, জিজ্ঞাসার শেষ নেই। তাই নির্ভরযােগ্য জবাব প্রদান করেছেন, যুগের অন্যতম সেরা গবেষক আল্লামা শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছাইমীন (রহ.) ঐ সকল জিজ্ঞাসার দলিলভিত্তিক নির্ভরযােগ্য জবাব প্রদান করেছেন। প্রতিটি জবাব পবিত্র কুরআন, রাসূলুল্লাহ ﷺ এর বিশুদ্ধ হাদীস ও পূর্বসূরি নির্ভরযােগ্য উলামাদের মতামত থেকে দেওয়া হয়েছে। সেই জবাবগুলােকে একত্রিত করে পুস্তক আকারে বিন্যস্ত করেছেন জনাব ‘ফাহাদ বিন নাসের বিন ইবরাহীম আল-সুলাইমান।' নাম দিয়েছেন ‘ফতােয়া আরকানুল' ইসলাম। ইসলামি জ্ঞানের জগতে বইটি অত্যন্ত মূল্যবান হওয়ায় বাংলা ভাষায় আমরা তা অনুবাদ করার প্রয়ােজন অনুভব করি। তাছাড়া বাংলা ভাষী মুসলমানদের জন্য এ ধরনের দলিলনির্ভর পুস্তকের খুবই অভাব। তাই বইটিকে সম্মানিত পাঠক-পাঠিকাদের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
Report incorrect information