১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
“হেবা, দান ও উইল-এর নিয়মাবলী" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
হেবার কল্যাণকর বিষয় হলাে, যেকোনাে বিত্তবান ব্যক্তি ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের পর তার অতিরিক্ত সম্পদ থাকলে তার উচিত অতিরিক্ত মূলধন কোনাে অভাবী ব্যক্তির অভাব মােচনে ব্যয় করা। সমাজে সাম্য আনার চেষ্টা করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'হেবা জীবনােপকরণের একটি ভিন্ন প্রক্রিয়া।
চাওয়া ও প্রতীক্ষা ছাড়া এক ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সঙ্গে কিছু লেনদেন করাকেই বলে হেবা।
অন্যদিকে, উইল (testament) বা অছিয়ত হলাে ভবিষ্যৎ দান। কোন ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি বা সম্পত্তির মুনাফা কিভাবে বিলি-বন্টন করা হবে তা তার মৃত্যুর পূর্বেই লিখিত বা মৌখিকভাবে নির্ধারণ করে যাওয়ার আইন সম্মত ঘােষণাই হলাে উইল বা অছিয়ত।
‘হেবা, দান ও উইল-এর বিধানাবলী’ পুস্তকটিতে প্রাসঙ্গিক আইনের মূল ধারার যেখানে সংশােধন হইয়াছে সেখানে সংশােধন করা হইয়াছে এবং ধারাগুলির সহিত বাংলাদেশ ও অন্যান্য দেশের সুপ্রীম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তসমূহ সংযােজন করা হইয়াছে। বাংলা এবং ইংরেজি পাশা-পাশি সংযােজনে ভাষাগত ভুল পরিলক্ষিত হইলে সেইক্ষেত্রে মূল আইন যেই ভাষায় রচিত তাহাকেই প্রাধান্য দিতে হইবে।
‘হেবা, দান ও উইল-এর বিধানাবলী’ বইটি সংকলনে বিভিন্ন সরকারি ওয়েবসাইট, লেখকের বই, অনলাইন পত্রিকা, ব্যাংক ওয়েব সাইট ও আইন সাময়িকীর সহায়তা নেয়া হয়েছে। বইটিতে কিছু অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি ও মুদ্রণজনিত বিভ্রাট পরিদৃষ্ট হওয়া বিচিত্র কিছু নয়। সহৃদয় পাক-পাঠিকা ও চাকুরিজীবীগণ গঠনমূলক পরামর্শ দিলে এবং তা পরিদৃষ্ট ভুলত্রুটি গােচরীভুত করলে পরবর্তী সংস্করণে তা শােধরানাের একান্ত প্রচেষ্টা থাকবে। পাক সমাজ ও সম্মানিত সরকারি চাকুরিজীবীগণের একান্ত সহযােগীতা ও দোয়া কামনা করছি।
জনাব সাইফুল ইসলাম ফকির গাইবান্ধা জেলা সদর থানার তুলসীঘাটস্থ নয়নসুখ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছোট্ট বেলায় পিতাকে হারিয়ে কিছুদিন এক বেসরকারি এতিমখানায় প্রতিপালিত হন। পরবতীর্তে নানা প্রতিকুলতার মধ্যেও তিনি নিজ চেষ্টায় পড়া—লেখা চালিয়ে যান। তিনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বাংলাদেশের ‘লাইব্রেরিয়ান’ পদে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। ছোট বেলা থেকেই নিজের আনন্দের জন্যেই লিখেন। বিবেকের তাড়না আর সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁর প্রেরণার উৎস। ইতিমধ্যেই তার বিভিন্ন লেখা: কবিতা/ছড়া,প্রবন্ধ ও গল্প স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন পাবলিকেশন থেকে প্রায় ডজন খানেকের উপরে তাঁর সংকলিত আইনবই প্রকাশিত হয়েছে। যা বিদগ্ধ পাঠক মহলে নন্দ্রিত ও প্রশংশিত হয়েছে। জনাব সাইফুল ইসলাম ফকির—এর প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো: (১) ওয়াকফ্ ল’ ম্যাটেরিয়ালস, (২) বাংলাদেশ বরাদ্ধ বিধিমালা, (৩) হেবা, দান ও উইলের বিধানাবলী, (৪) উচ্ছেদ আইনের বিধানাবলী, (৫) হোম লোন (গৃহ নিমার্ণ ঋণ) নীতিমালা ও প্রক্রিয়া, (৬) এনজিও আইনের বিধানাবলী, (৭) রেকর্ড সংশোধনী মামলা ও খতিয়ানের ভূল সংশোধন পদ্ধতি, (৮) নামজারী প্রক্রিয়া ও বিধি—বিধান, (৯) শত্রু সম্পত্তি আইন, (১০) প্রবেট আইনের বিধানাবলী, (১১) সিকস্তি ও পয়স্তি আইনের বিধানাবলী এবং আরও কতকগুলো আইনবই প্রকাশের অপেক্ষায় রয়েছে।