এই অস্থির সময়ে যে কজন তরুণের কাব্যে অনুপ্রাণিত হওয়া যায় আদিল মাহমুদ তাদের মাঝে অন্যতম। আমরা যে সময়টিতে বাস করছি তার গতি প্রকৃতি নির্ধারণে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু সময়ের স্রোত ঠিক করার ক্ষমতা এখনও কবিদের রয়েছে। তারা পারেন শুভ্রতায় ভরে দিতে ক্লেদাক্ত পৃথিবীর প্রান্তরগুলো। আমার সামনেই একজন কবির বেড়ে ওঠা। কবির শৈশব থেকে তারুণ্য পুরো সময়টা আমি দেখেছি। সেই অবুঝ বয়স থেকেই তার চোখে শুভতার ছাপ ছিল। মনটা ছিল খুবই সুন্দর। মায়াবী চোখে ছিল অজানাকে জানার বিপুল আগ্রহ। তার বিস্ময়ভরা চোখের চাহনি আজকের লাওয়ারিশ কাব্যগ্রন্থে দেখতে পাচ্ছি। প্রিয় আদিল আমাদের বাংলা কাব্য সাহিত্যে একদিন আরও বড় বিস্ময় নিয়ে হাজির হবে। তার প্রতি আমাদের সবার ভালোবাসা ও আশির্বাদ আছে।
— কবি ফয়জুল্লাহ আমান