বাসা ভাড়া পাওয়ার জন্য আকাশ শহর চষে ফেরে। একা থাকবে এ কথা শুনে কেউ তাকে বাসা ভাড়া দিতে রাজি হয় না। অথচ তাকে বাসা ছেড়ে দিতে হবে, হাতে মাত্র এক দিন সময়। এরই মাঝে উঠে এসেছে আকাশের বেড়ে ওঠার গল্প, তার সম্পর্ক ও বিচ্ছেদের পটভূমি। একটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা আকাশ তার জীবনকে কীভাবে সাজাতে চেয়েছিল, আছে তার। পুঙ্খানুপুঙ্খ বিবরণ। একটা যাপিত জীবন উঠে এসেছে এই উপন্যাসটিতে। একদিকে সংগ্রাম, অন্যদিকে পরাজয়, সব মিলিয়ে আকাশের জীবন যেন এক অনিশ্চয়তার পেন্ডুলাম।