সামনে এগােবার একটি পদক্ষেপ, শৃঙ্খলের বিরুদ্ধে উত্তোলিত একটি হাত, বিভেদের বিরুদ্ধে যদি তাকাও একবার, অসাম্যের বিরুদ্ধে একটিমাত্র প্রশ্বাস, মিলে যেতে পারে একটি স্বপ্নে- যে স্বপ্ন পারে গুড়িয়ে দিতে সবকিছু। পৃথিবীর তাবৎ জলরাশি যদি তার উচ্ছাসে ধেয়ে আসে তবে সেই স্বপ্নের কাছে এসে থমকে যাবে। সেই স্বপ্ন গচ্ছিত একটি মন্ত্রে , ব্রহ্মাণ্ডের আদিতম সেই মন্ত্র লেখা হয়েছে মাত্র একটি শব্দে- স্বাধীনতা!
যদি তুমি উচ্চারণ করাে সেই শব্দ তবে। তুমি আর থাকবে না মানুষ, রূপান্তরিত। হবে শক্তিতে। তােমার কণ্ঠের গণ্ডি ছাড়িয়ে সেই শব্দ যখন নিনাদিত হবে। সকলের কণ্ঠে, তখন দেখবে- অন্ধকারই শেষ কথা নয়। দেখবে- মহাজাগতিক দুর্ভেদ্য অন্ধকার ছাপিয়ে সূর্যের চেয়েও শতসহস্র শক্তিশালী এক আলাে বিস্তারিত হয়েছে ভুবনজুড়ে মুক্তি।