* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
"থিংক অ্যান্ড গ্রো রিচ" বইটির লেখকের ভুমিকা থেকে নেয়াঃ
এ বইয়ের প্রতিটি অধ্যায়ে টাকা তৈরির যে গােপন কথা বলা হয়েছে তা পাঁচ শতাধিকেরও বেশি মানুষকে ধনবান করেছে। এ মানুষগুলােকে আমি অনেক সময় ধরে নজরে রাখছি। এ সিক্রেটটি আমার মনোেযােগ কোড়ে নেয় এন্ড্রু কার্নেগি দ্বারা, সিকি শতাব্দীরও আগে প্রিয়দর্শন বুড়াে স্কটম্যানটি আমার মাথায় অজান্তেই প্রবেশ করে যান, তখন আমি একজন বালক শুধু। তিনি তখন তার চেয়ারে বসেছিলেন, চমকাচ্ছিল চোখ, আমাকে সতর্কভাবে লক্ষ্য করছিলেন দেখতে যে তিনি আমাকে যা বলেছেন তার গুরুত্ব বুঝবার মতাে যথেষ্ট ব্রেন আমার রযেছে কী না? তিনি যখন দেখলেন আমি তার আইডিয়াটি বুঝতে পেরেছি, জানতে চাইলেন ২০ বছর অথবা তার চেয়েও বেশি সময় ধরে আমি নিজেকে প্রস্তুত করতে পারব কী না সেই জগত এবং সেই পুরুষদের মাঝে প্রবেশ করার জন্য, যারা কোনােরকম সিক্রেট ছাড়াই ব্যর্থতার মাঝ দিয়ে চালিত করেছেন জীবন। আমি বললাম আমি পারব এবং মি. কার্নেগির সহায়তায় আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছিলাম। এ বইতে সেই সিক্রেট বা গােপনীয়তার কথা রয়েছে যেখানে সহস্রাধিক মানুষের প্রাকটিক্যাল টেস্ট গ্রহণ করা হয়েছে, জীবনের প্রতিটি দিক ছুঁয়ে দেখা হয়েছে। এটি ছিল মি. কার্নেগির আইডিয়া, সেই ম্যাজিক ফর্মুলা যা তাকে অপরিসীম ধনসম্পদ দিয়েছে, তিনি সেইসব লােকের কাছাকাছি গেছেন যাদের অনুসন্ধান করার সময় নেই যে লােকে কীভাবে অর্থ বানায়, এবং তার আশা এ ফর্মুলার গভীরতা বা সম্পূর্ণ হাতে কলমে দেখিয়ে দিতে পারব।
কার্নেগি সাহেব বিশ্বাস করেছিলেন ফর্মুলাটি সব পাবলিক স্কুল এবং কলেজে শেখানাে উচিত এবং তার মতে, এটি সঠিকভাবে শেখানাে হলে গােটা শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব ঘটে যাবে এবং স্কুলে যে সময় অতিভাহিত করা হয় তারচেয়ে অর্ধেক সময় ব্যয় করলেই চলবে। এ বইতে বিশ্বাস নিয়ে যে অধ্যায়টি আছে তাতে আপনি পাঠ করবেন বিখ্যাত ইউনাইটেড স্টেটস স্টিল করপােরেশন-এর আশ্চর্য কাহিনী। মি. কার্নেগির ফর্মুলা অনুসরণ করেছে বলে প্রতিষ্ঠানটির দানবীয় রূপ ধারণ করে। এক তরুণতার এ ফর্মুলায় বিশ্বাস করেছিলেন। তার নাম চার্লস এম. শােয়াব। কার্নেগির ফর্মুলা অনুসরণ করে তিনি বিশাল ধন সম্পদের মালিক হন। এবং তার সম্পত্তির মূল্য ৬০০ মিলিয়ন ডলার।
Report incorrect information