জাতির জনক বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন, সম্ভাবনা, আদর্শ ও উদ্দীপনা। বাঙালী জাতি বঙ্গবন্ধুকে কোন দিন ভুলতে পারবে না। সময় যত যাচ্ছে বঙ্গবন্ধু যেন শক্তিশালী জেগে উঠছেন। বঙ্গবন্ধুকে সকলেরই জানা উচিত | বঙ্গবন্ধুর কর্ম, বঙ্গবন্ধুর আন্দোলন, বঙ্গবন্ধুর সফলতা, বঙ্গবন্ধুর দেশপ্রেম, একটি জাতিকে তিনি কীভাবে একটি সােনার দেশ উপহার দিয়ে গেলেন একথা সব বয়সের সব মানুষেরই জানা দরকার। এক মা লন্ডনে বসবাসরত তার সন্তানের কাছে কীভাবে বঙ্গবন্ধুর জন্ম থেকে শাহাদাত বরণ পর্যন্ত প্রতিটি ধাপ, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাহিনী কীভাবে বর্ণনা করছেন এবং একই সঙ্গে সেই বীরাঙ্গনা মা তার জীবন কাহিনী শুনিয়ে দেয় নিজের সন্তানকে। সন্তান প্রশ্ন করে- আমি হিন্দু না মুসলমান? আমার ধর্ম কি? আমার জাত কি? মা বলেন- তােমার একটিই পরিচয় তুমি মানুষ। বিশাল আকাশে কত শত পাখি উড়ে বেড়ায় কেউ জানতে চায় না তাদের কি জাত। কোথা থেকে তারা এসেছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর উপহার দেয়া সােনার বাংলার মানুষ। এটিই আমাদের সবচাইতে বড় পরিচয়।