8 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 500TK. 439 You Save TK. 61 (12%)
Related Products
Product Specification & Summary
প্রচ্ছদ থেকে নেওয়া ফিরে এসেছে আপােফিস! আবারও! কার্টার এবং সেডি কেইনের সর্বোচ্চ চেষ্টার পরেও আপােফিসকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। আপােফিস এখন হুমকি
দিচ্ছে দুনিয়াকে চিরকালীন অন্ধকারে নিমজ্জিত করে দেয়ার । কেইনদেরকে এবার অসম্ভব একটা কাজ সমাধা করতে হবে। ধ্বংস করে। ফেলতে হবে আপােফিসকে। এবং কাজটা এমনভাবে করতে হবে যেন সে।আবারও ফিরে আসতে না পারে সমস্যা হচ্ছে, হাউজ অফ লাইফের ম্যাজিশিয়ানরা জড়িয়ে পড়েছে গৃহযুদ্ধে, তারা তাদের চীফ লেক্টরকে মানতে চাইছে না। দেবতাদের মধ্যকার সম্পর্কেও ভাঙন ধরেছে। তাই ক্যাওসের শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ব্রুকলিন হাউজের তরুণ প্রশিক্ষণার্থীরা প্রায় একা । কেইনদের একমাত্র ভরসা একটি প্রাচীন জাদুমন্ত্র, যেটা দিয়ে হয়তাে আপােফিসের নিজের ছায়াকেই ওর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে । কিন্তু এই ম্যাজিক প্রায় এক সহস্রাব্দ ধরে নিখােজ। ওরা যেটা খুঁজছে সেটার খােজ পাওয়ার জন্য কেইনদেরকে নির্ভর করতে হবে একটা খুনে, উন্মাদ। ম্যাজিশিয়ানের ভূতের ওপরে। সে হয়তাে ওদেরকে আপােফিসের ছায়ার কাছে নিয়ে যাবে... অথবা ওদেরকে পাতাল দুনিয়ায় নিয়ে খুন করে ফেলবে।।কিন্তু কেইনদের হাতে অন্য কোনাে উপায় নেই। ওদেরকে এই ঝুঁকিটুকু নিতেই হবে। প্রশ্ন হচ্ছে, কেইনরা কি শেষ পর্যন্ত পারবে দুনিয়াকে ধ্বংসের হাত থেকেউদ্ধার করতে?