সমকালীন বাংলা কবিতার ধারায় মনিরুল মোমেন ইতোমধ্যেই নিজস্ব স্বর সৃষ্টি করেছেন।তাঁর কাব্যভাষা স্বতন্ত্র,শব্দের খেলায় তিনি নান্দনিক,নিরীক্ষাপ্রবণ।উপমা ও চিত্রকল্পের সুধাগন্ধে সৃষ্টি করেন প্রতিকী এক ভিন্ন জগত।সে জগত জুড়ে মানব-মানবীর সম্পের্কের নানা বাঁক,সমাজ ও বাস্তবতার সূক্ষাতিসূক্ষ শ্লেষ,সৌন্দর্য ও নির্মল প্রকৃতির অভীপ্সা।
তাঁর কবিতা স্রোতের মতো বয়ে চলে অনুভূতির অনির্ণিত গন্তব্যে।ডাবের জলের মতো টলটল বিকেলের তিনি পরিব্রাজক।দিনের আলো বিক্রি করে কিনে নেন অন্ধকার।সেই অন্ধকারে আলোকিত করেন ঘর।বন্দুকের নলে ফোটান গোলাপের চারা।শিশুর চোখের উর্বরে চাষ করেন সবুজ।জীবন প্রনালীর দ্বান্ধিকতায় তৈরি করেন আমফুলের মতো মহাসড়ক।শীতের তীব্রতায় দেখেন ব্যাগভরা জ্বলন্ত কয়লা।গ্রীষ্মের শিশিরে অস্থির কাতরতা।
‘মুদ্রিত রোদের পৃষ্ঠা’ গ্রন্থের কবিতাগুলোর অনুসঙ্গ,ভাব-ব্যঞ্জনা,নির্মাণশৈলী পাঠক হৃদয়ে মধুগন্ধা মাদকতা জাগাবে,এ আস্থায় রাখাই যায়।এ কথাও জোর দিয়ে বলা যায়,এই গ্রন্থটি সমকালীন বাংলা সাহিত্যের অনন্য সংযোজন।