ঘন অরণ্যকে চিনিয়ে দিয়েছি উদাস হওয়ার পথ এবার শুধু সময়- সুযোগ মতো তল্পি-তল্পা বেঁধে বেরিয়ে পড়া এই নিশ্চিন্তি ছেড়ে একেকবার খুব ঝুঁকি নিতে ইচ্ছা করে তার ইচ্ছা করে মাটির সংসার ভুলে শেকড়-বাকড় উপড়ে কিছুকাল ঘুরে আসে দূরে ডাইনিরা হেসে বলে, ঘন অরণ্য হেঁটে এলে দুর্ভাগ্য পিছু ধরে
ঘোর বৃষ্টির দিনে সস্তা শুঁড়িখানার কোন নাচের আসরে শত মাতালের ভিড়ে হয়তো যার সাথে দেখা হয়েছিলো কোনদিন কিংবা যার সাথে দেখা হবে না আর কোনদিন
সে যখন আকাশে জাল ফেলে অলীক নক্ষত্র ধরে, গোধূলির গান করে ভরাট গলা ছেড়ে ডাইনিরা তখনো হেসে বলে, ঘন অরণ্য হেঁটে এলে দুর্ভাগ্য পিছু ধরে