র্যাক লিটন একাধারে ঔপন্যাসিক, প্রবন্ধকার, নাট্যকার এবং কবি। লেখা প্রতিটি কবিতা, প্রবন্ধ, উপন্যাস সাধারণের উর্ধ্বে বই বিক্রি বা বই পড়ে কেউ বাহবা দিবেন তা তার লেখার উপজীব্য নয়। সাধারণ সাবলীল ভাষায় তিনি লেখেন গ্রাম-বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষদের কথা। গ্রাম-বাংলার নির্যাতিত ব্যক্তিদের জীবনী, মানুষ, মনুষ্যত্ব ও মানবতাই তার লেখার মূল বিষয়বস্তু। পূর্বে প্রকাশিত তার সকল উপন্যাস পাঠক সমাজে সমাদর লাভ করেছে। আমার বিশ্বাস এই উপনাসটি পড়বে পাঠকরে জীবনেও আসবে নানা পরিবর্তন। অহংকার, অবিচার, সীমা লঙ্ন মানুষকে কত নিচে নামাতে পারে, লেখক তার লেখার মাধ্যমে সুন্দরভাবে তা দেখিয়েছেন।