প্রচণ্ড চিৎকারে কেঁপে উঠল গােটা হিমালয় পর্বতমালা। ওলটপালট হয়ে যাচ্ছে সব। খসে পড়ছে পাহাড়। দুমড়ে মুষড়ে ছাতু হয়ে যাচ্ছে গাছপালা। সব ঘুরছে চারদিকে। আকাশ ঘুরছে, মাটি ঘুরছে, গাছপালা ঘুরছে। আমি কোথায় যেন মিলিয়ে যাচ্ছি। অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। চারদিকে শুধুই অন্ধকার আর ভয়ংকর অচেনা সব শব্দ। আর কিছু মনে নেই!
চেতনার জগতে ফিরে এসে দেখি, দিন গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে। একটি চিঠি লিখতে এসে সারাটা দিন কাটিয়ে দিলাম? তাও সেটি শেষই করতে পারলাম না? এখন ভেতরে বাইরে ঘন অন্ধকার। সবাই চলে গেছে আমাকে একলা ফেলে। ক্ষুধার টান পেট থেকে মাথায় উঠে গেছে। চিঠি লেখা আর শেষ হলাে না।