"নীলাম্বরী" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
২০১৫ সালের শুরুর দিকে বিএনপি ও তার শরীকদলগুলাের হরতাল অবরােধের সময় এবং তৎপরবর্তী দুই বছর হচ্ছে উপন্যাসটির প্রেক্ষাপট। সমাজে ডিভাের্স বেড়েই চলছে। মধ্যবিত্ত সমাজে একটি ডিভাের্সী মেয়ের ও তার পরিবারের যে প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় তার বাস্তব চিত্র ফুটে উঠেছে ‘নীলাম্বরী’ উপন্যাসে। উপন্যাসের নায়িকা নীলিমা একজন ডিভাের্সী মহিলা। নীলিমা অনেকটা ইচ্ছার বিরুদ্ধে পরিবারের ও সমাজের সিদ্ধান্তকে মেনে নেয়। মেনে নেয় সময়ের দাবিকে।