Category:অনুবাদঃ নাটকের বই
ফেইড্রা: হে ক্রীট, মহান ভূমি, প্রশান্ত সাগরের হৃদয়রানী।
যার অগণিত পোত পৃথিবীর সকল বন্দরে পাড়ি দিয়ে সাগর মহাসাগর ছুটে যায়।
আসি বিয়ায়, কূলে উপকূলে,
সমুদ্রদেব রচনা করেছেন যত নির্গমন পথ সে সব কেই।
কী পাপে দিলে তুমি আমায় এ নির্বাসন দণ্ড,
বৈরী এক গৃহ মাঝে করলে বন্দিনী ?
বানালে এক পরদেশী প্রভুর স্ত্রী,
অশ্রু ও দুর্দশার মাঝে কাটাতে জিন্দেগী?
কোথায় আমার স্বামী?
নেই, বহু দূরে তিনি, এভাবেই পালন করছেন থেসিয়াস দাম্পত্য-শপথ।
Report incorrect information