2 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 450TK. 338 You Save TK. 112 (25%)
Related Products
Product Specification & Summary
নিসর্গের বহুমাত্রিক ব্যঞ্জনায় উদ্ভাসিত বৃহত্তর সিলেটের অন্যান্য অঞ্চলের মত খোয়াই নন্দিনী হবিগঞ্জ জেলাও আপন স্বাতন্ত্র্যে প্রোজ্জ্বল। আঁকা-বাঁকা টিলার ঢেউ, চা-বাগানের দৃষ্টিনন্দন স্নিগ্ধতা, রাবার গাছের সৌম্য প্রতিকৃতি, দিগন্ত বিস্তৃত হাওড় এলাকার ভাব-তন্ময়তা, অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, নূঁড়ির কাঁকন বাজিয়ে চলা লীলাবতী ঝর্নাদের লাস্যময় উচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক অনুষঙ্গ এ অঞ্চলকে সৌন্দর্যের অমরাবতী করে তুলেছে।
সুপ্রাচীন ঐতিহ্যের ধারক প্রাচীন এ জনপদ এককালে ছিল দিনারপুর ও তরফরাজ্যের অন্তর্গত। ঢাকা বিভাগের সাথে যুক্ত থাকার পর মহকুমা হিসাবে হবিগঞ্জের অভ্যুদয় ঘটে ১৮৭৮ সালে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় ১৯৮৪ সালে জেলা হিসাবে স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
রূপৈশ্বর্যের পাশাপাশি হবিগঞ্জের আছে বর্ণোজ্জ্বল সাহিত্যিক বৈভব। আছে শিল্প সৃষ্টির অনন্য মণি-কাঞ্চন। খোয়াই, করাঙ্গি, রতœা, বিজনা, সুতাং, বিবিয়ানা প্রভৃতি নদীর তরঙ্গবিভঙ্গে নিশিদিন যেন সে কথারই গুঞ্জরণ শোনা যায়।
অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্য এ অঞ্চলের মানুষকে যুগে যুগে কালে কালে নানারকম সৃষ্টিশীল ক্রিয়াকর্মে উদ্বুদ্ধ করেছে। সৃষ্টিশীল হৃদয়ের দরজায় দুহাত ভরে তুলে ধরেছে সৃজনকর্মের তথা শিল্প সৃষ্টির বহু বিচিত্র বর্ণিল সম্ভার। আর এজন্যে এ অঞ্চলের সাহিত্য বৈভবে, সৌন্দর্যে, মাধুর্যে, বর্ণ-গরিমায় হয়ে ওঠেছে চিত্তনন্দন।
সাহিত্যের অন্যান্য শাখার মত মরমি সাহিত্যের ঐতিহ্যিক ধারায় হবিগঞ্জের রয়েছে অসামান্য অবদান। অসংখ্য ওলি, আউলিয়া, ফকির,সন্ন্যাসী, বাউল, বৈরাগি তথা মরমিয়া সাধকদের পদধূূলিতে ধন্য হয়েছে হবিগঞ্জের মাটি। এদের মধ্যে আছেন সৈয়দ শাহ্নূর, সাধক দীনহীন, সৈয়দ জহুরুল হোসেন, ধাম আলী শাহ্, আবুল হাশিম, নবীন দাস, আশহর আলী, বিপিন সাধু, তারিণী সরকার, মৌলাশাহ এবং আরো অনেকের সাথে আছেন শেখ ভানু। পুঁথি সাহিত্যে, মর্সিয়া সাহিত্যে, মরমি সাহিত্যে তাঁদের নির্মল, উজ্জ্বল, কান্ত স্বরূপ দিব্য রাগে স্ফুট হয়ে আছে।
বস্তুত, অগণ্য সুফি সাধক ও মরমিকবিদের কালজয়ী বাণী ও সুর তথা অমৃতময় পরিবেশনা বাংলাদেশের অমূল্য সম্পদ। সকল দেশের রাণী এদেশ ছোট বড় পর্বতমালার মনোমুগ্ধকর অলঙ্কারে অলঙ্কৃত। দিগন্ত বিস্তৃত সুনীল সমুদ্রের কলগুঞ্জনে মুখরিত এদেশের এখানে ওখানে আছে সমতলভূমি; শ্যামলে শ্যামল নিবিড় বনাঞ্চল। আছে কত শত খাল-বিল, হাওড়-বাঁওড়ের বৈচিত্র্য। আরো আছে নিরবধি ছুটে চলা অগণিত নদীর মায়াবি মূর্ছনা।