◾কাহিনী সংক্ষেপ
অপলক দৃষ্টি তাকিয়ে রয়েছে মেয়েটা। একটু ফাঁক হয়ে আছে দু'ঠোট, যেন কিছু বলতে চায়। তবে লাশটা বন্দী জমাট বাঁধা বরফের মাঝে!
সাউথ লন্ডন পার্কে এই মৃতদেহ আবিষ্কারের পর তদন্তের জন্য ডাক পড়ল ডিটেকটিভ এরিকা ফস্টারের। আপাতদৃষ্টিতে সাধারণ ঠেকলেও, তদন্ত শুরু করার পর এরিকা বুঝতে পারল- লাশটাকে বন্দী করা বরফের মতোই জমাট বেঁধেছে এ খুনের রহস্য!
এখানেই শেষ নয়। এক খুনের রহস্য উৎঘাটন করতে গিয়ে খোঁজ মিলল আরও কিছু খুনের।
কী রহস্য লুকিয়ে আছে এসবের ভেতর?
স্বামীর আকস্মিক মৃত্যু, হুমকির মুখে পড়া ক্যারিয়ার, মানসিক অস্থিতিশীলতা… এরিকা কি পারবে সব বাধা কাটিয়ে এই খুনির সন্ধান বের করতে?
ওদিকে থেমে নেই খুনের নেশায় মত্ত খুনিও। এরিকাকে ধরার জন্য চারপাশে জাল বুনে চলেছে সে।
কার জালে জড়াবে কে, ফাঁদে দেবে ধরা!