Category:বাংলা কবিতা
“ভরা যৈবনে বিধবা হইব এই ছিল কপালে লেহা
এই বাক্যটিই লাঙল চালায় এই নিদাগ অন্তরে!”
প্রথম কবিতা ‘পাখি’র উক্ত দুটো পঙক্তিই নির্দেশ করে এই বইয়ের কবিতাগুলাের পথ। কবিতাটি বঙ্গবন্ধুকে নিবেদিত। আঞ্চলিক শব্দের যথােপযুক্ত ব্যবহার এই বইয়ের অনেক কবিতাকে অলংকৃত করেছে, দিয়েছে শেকড়ের ভিত। পাঠক পাবেন শেকড়ে বেড়ে ওঠা সবুজের ঘ্রাণ!
ছােটো ছােটো দুটো সিরিজসহ নিরীক্ষাধর্মী কবিতাগুলাে পেয়েছে অন্যমাত্রা। যা নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে দু’পা হেঁটে আসার মতাে অনুভূতি জাগাবে মনে। আর আটপৌরে কবিতার মতাে নতুন ভাবধারার সংযােজন বৈচিত্র্যময় করে তুলেছে বইটিকে।
প্রিয় পাঠক, চলুন বইটির কবিতার রস আস্বাদনে উর্বশী রােদের পথ ধরে যুগপৎ হেঁটে আসি, দেখি ছায়াবাজি’র সৌন্দর্য।
Report incorrect information