Get eBook Version
TK. 90নিশ্চিত ১টি বই ফ্রি সাহিত্যদেশ এর ৫০০+ টাকার বই অর্ডার করলে
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বাংলা গল্প উপন্যাসের ইতিহাস সুদীর্ঘ কালের নয়। স্বাধীন বাংলাদেশে যারা শিল্প সাহিত্যের চর্চা করে চলছেন বর্তমানে তারা অধিকাংশই দেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে লিখছেন। কিন্তু সব লেখা সাহিত্য মূল্য সৃষ্টি করতে পারে না। এর জন্য চাই একনিষ্ঠতা। হৃদয় আবেগের সাথে চাই লেখার দক্ষতা। কাহন তিন এমনই একটি উপন্যাস যাতে তিন শ্রেণির মানুষ বিদ্যমান। গ্রামের, শহরের ও পড়–য়া লেখক। প্রত্যেকের চিন্তা-চেতনায় মুক্তির আকুতি। যুদ্ধের দামামা, যুদ্ধক্ষেত্র। অন্যদিকে প্রাত্যহিক জীবনের টানাপোড়েনে বালাদের জীবনযুদ্ধ, তা স্বাধীনতার শিকলে বন্দি হয়ে প্রতিনিয়ত কাতরায়। এ সমাজের সবটুকু একজন বিত্তবানের হাতেই অর্পিত। তার ইচ্ছাই সব। এছাড়া রয়েছে আরও সাতটি ছোটগল্প। স্বপ্ন ভাঙা মন। প্রতিটি মানুষই স্বপ্ন নিয়ে বাঁচে। স্বপ্নহীন আশাহীন কোনো জীবন হতে পার না। কিন্তু যেমন স্বপ্ন দেখলে নিজেকে বদলানোর এবং পরিবারকে একটু দেওয়া যায়, এর বিপরীতে তার জীবনটাই হয়ে ওঠে কঠিন মৃত্যুমুখী, সেই করুণ বিলাপ-আর্তি সাধারণ খেটে খাওয়া মানুষের। সেই সাধারণ মানুষকে ঠকিয়ে যে দালাল রাতারাতি বিত্তবান হয়ে ওঠে। এ তো নিত্য-নৈমিত্তিক জীবনেরই জীবনেরই গল্প। এবং সমাজের ক্ষয়িষ্ণু ঘা, যা ক্যান্সারে রূপ নেয়। মানুষকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করে। কাহন তিন উপন্যাসের সাথে গল্প রয়েছে- ত্বষি, আশ্রিতা, পৌরাঙ্গনার মুক্তি, অবচেতন মনের খেলা, স্বপ্নভাঙা মন, নাফ নদে জল নেই রক্তস্রোতে, কেন এশা ফিরে আসে বারবার, ষাটের দশকের সখিনা এখন সুরঞ্জনা। তিন কাহন উপন্যাসের মধ্যে অন্যতম একটি চরিত্র মিথিলা। ‘লেখক কথায়’ লেখক জানান মিথিলা একটি বাস্তব চরিত্র। যার প্রকৃত নাম নূরজাহান। তিনি একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। এর থেকেও তার বড় পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধা। নারী হয়ে মুক্তযুদ্ধ করায় তাকে হতে হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন। এমনকি বিয়েও তার হইনি এ কারণেই! উপন্যাসিক ও গল্পকার জুলি রহমান একজন নিবেদিতপ্রাণ সাহিত্যিক। তার লেখায় নতুন নতুন চরিত্র, নতুন নতুন গল্প পাঠককে বিমুগ্ধ করে। জুলি রহমান ঢাকা জেলার ধামরাই থানার চাপিল গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এ বইটি বিদগ্ধ পাঠকের মনোযোগ আকর্ষণ করবে বলে আশা রাখি।
Report incorrect information