টরন্টো শহরের ডাউন টাউনে শত বছরের পুরোনো নুডবারের নাম ‘জাঞ্জিবার’। সেখানেই নাচে বাইশ বছরের লেবানিজ মেয়ে সারা। আর এই উপন্যাসের মূল চরিত্র কানাডায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী সুবোধ চরম বিষাদে ডুবতে বসলে মাঝে মধ্যে এখানে আসে। সুবোধের কাঁধেই বড় দায়িত্ব ছোট ভাই বোন ও মায়ের, বাবা মারা যাওয়ার পর থেকে। শিক্ষা শেষে ভালো চাকরী করছিলো। চাকরী সূত্রেই কানাডা তার আসা। ছোট ভাই বোনদের শিক্ষা দিক্ষা আর নিরাপত্তায় কানাডায় তাদের জীবন পাল্টে যাবে সেই স্বপ্ন নিয়ে কানাডায় থিতু হওয়ার চেষ্টা। সুবোধ যেমন বাস্তববাদী ঠিক ততটাই স্বপ্নচারী। সারার সঙ্গে তার পরিচয় ভালোবাসায় দ্রুত পাল্টাতে থাকে তার জীবন। সারা আসলে ফারা, লেবানিজ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পিতৃহীন মেয়ে। তার মতই তার মা ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ভাসতে ভাসতে টরন্টো এসে ম্যাক্সিকান গ্যাঙস্টারের হাতে জিম্মি। সুবোধ নিজের সব স্বপ্ন কানাডায় ফেলে সারাকে নিয়ে পালাতে চাইলো বাংলাদেশে। পারবে কি? নাকি গ্যাঙস্টার মার্তিনো তার জীবনটাই চুরমার করে দিবে...