"ভাঙনের প্রতিধ্বনি" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
'ভাঙনের প্রতিধ্বনি' উপন্যাসটি একটি ব্রোকেন ফ্যামিলির কাহিনী। এতে দেখা যায় মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মানসিকতার অভাবে একটি পরিবার দিনে দিনে ভেঙে যায়। এই ভাঙনের প্রভাব পড়ে সন্তানের ওপর। বাবা মায়ের বিচ্ছেদে সন্তানের কোন ভূমিকা থাকে না। কিন্তু বাকিটা জীবন তাদেরই বয়ে বেড়াতে হয় পিতা মাতার কৃতকর্মের ভােগান্তি। উপন্যাস এর প্রধান চরিত্র তমিস্রাকে একটি ব্রোকেন ফ্যামিলির মেয়ে হিসাবে নানা দুর্ভোগ পােহাতে হয়েছে। তাই তার লক্ষ্য ছিলাে নিজের জীবনে কখনও যেন এমনটি না ঘটে। তাই স্বামীকে সে মনপ্রাণ দিয়ে ভালােবাসতে চেয়েছে। কিন্তু স্বামী নামের মানুষটির কাছে অবহেলা ছাড়া আর কিছুই পায়নি। স্বামীর ক্রমাগত অবহেলা ও অনাদর কি তমিস্রাকে টেনে নিয়ে যাবে ভাঙনের পথে? তমিস্রার মত রিজিতার জীবনেও কি নেমে আসবে ঘাের অমানিশা?