জমির সাহেব গ্রামের প্রভাবশালীদের একজন। তার দুই ছেলে। বড় ছেলে কালা মিয়া আর ছোট ছেলের নাম সুন্দর মিয়া। এখানেও একটি গল্প। দুই ভাইয়ের এক মা, কিন্তু বাবা দুই জন। জন। জমির সাহেবের বড় ছেলে যার নাম ছিল কালা মিয়া, যেমন নাম! তেমন দেখতে। তখন কালা মিয়া বিয়ে করেননি। যতদূর জানা গেছে সুন্দর মিয়া সে গ্রামের একটি মাদ্রাসায় পড়াশুনা করতেন। বড় ভাই কালা মিয়া লেখাপড়ার ধারে কাছেও যায়নি। তাই অনেক ছোটবেলাই তাকে বিয়ে দিয়ে ছিলেন গ্রামেরই এক মধ্যবিত্ত পরিবারে। কারণ বড় ভাইয়ের চেহারা এমন ছিল যে তাকে দেখলে আর কেউ তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি হতেন না। তাই জমির সাহেবের বাবা দবির সাহেব অনেক কষ্টেসিষ্টে মেয়ের বাবাকে বুঝিয়ে কোনো রকম রাজি করান, আর বলেন কুদ্দুস মিয়া তোমার মেয়ে আমার বাড়িতে অনেক সুখে থাকবে। আমার ছেলের তো কোনো কিছুর অভাব নেই! দেখতে একটু কালো এই যা! আর তোমার মেয়ে তো মাশাল্লাহ অনেক সুন্দর, দেখবা ছেলে মেয়ে হলে, তোমার মেয়ের মতই হবে।