"বিবর্ণ বর্ণমালা" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবিতা এক অন্তহীন যাত্রা, দূর অন্বেষণ। এ যাত্রায় সামিল হয়েছেন শরীফ আস-সাবের; তবে নিরবচ্ছিন্ন নয়। তার এ কবিতাপথ। আমরা আনন্দ পাই, যখন দেখি, জীবন যাপনের কোলাহল, প্রবাস জীবনের আপাত বিচ্ছিন্নতায়ও তিনি কবিতা চর্চা অব্যাহত রেখেছেন। তার ‘বিবর্ণ বর্ণমালা’ নামে বিবর্ণ মনে হলেও তা কাব্যবােধ ও অক্ষরের সান্নিধ্যের কুহকে উজ্জ্বল। এ। গ্রন্থের কবিতায় আমরা দেখি শরীফ পরিভ্রমণ করছেন। সময়ের নানা অনুষঙ্গকে ঘারণ করে; কখনাে প্রেম, কখনাে স্বপ্ন, কখনাে প্রকৃতি, কখনাে হতাশা ও ক্ষোভ; সব মিলিয়ে তৈরি হচ্ছে তার কবিতার রসায়ন। যদিও। কবিতাগুলাে লেখা প্রবাসে, কিন্তু কবিতার উপলব্ধিতে ঘুরে ফিরে এসেছে দেশের চিত্রকল্প।