"জীয়নবিদ্যা" বইয়ের সংক্ষিপ্ত কথা:
গল্প শুনবেন? আসুন, শোনাই। আগুনটাকে ঘিরে গোল হয়ে বসুন আমার পাশে। গল্পে গল্পে কেটে যাক রাতটা।
ভয়ের গল্প শুনবেন বলছেন? শোনাবো। প্যারানরমাল ইনভেস্টিগেটর শিপলুকে বোধহয় আপনারা চেনেন, ওর দুটো নতুন কেসের গল্প আছে আমার কাছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত এক ছেলে ক্লাসে গিয়ে আবিষ্কার করলো তার এক সহপাঠী বন্দুক নিয়ে এসে সবাইকে ওড়ানোর ভয় দেখাচ্ছে-সেই গল্পও শুনতে পাবেন। চুল কাটাতে গিয়ে কি আপনার জান নিয়ে টানাটানি পড়তে পারে? পারে, সেটার গল্পও বলবো। তীব্র সাসপেন্স চান? এক সিরিয়াল বম্বার আর এক তুখোড় বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যের মোলাকাতের কাহিনি শোনাবো। রহস্য চান? গ্রীষ্মের খাঁ খাঁ দুপুরে এক গ্রামের মাঠে অ্যাপোলোর মন্দিরের পুরোহিতের সাথে দেখা হবার চেয়ে রহস্যময় আর কিছু নেই বোধহয়। মুক্তিযুদ্ধের গল্প নতুনভাবে লেখা হয় না বলছেন? মাইন-ঘেরা এক গ্রামে একাত্তরে কী কাণ্ড হয়েছিল সেটা শুনলে হয়তো আপনার মতামত পাল্টাবে।
ভালো লাগবে আপনার গল্পগুলো। আর পড়া শেষে যে আপনিও শিখে যাবেন জীয়নবিদ্যা, তাতে তো সন্দেহই নেই!