‘পীড়িত চাঁদের উল্লাস’ জীবনের মোড়কে মোড়ানো চলমান সময়ের বস্তুকথা। ২০০০ থেকে ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত লেখা নির্বাচিত ও পরিমার্জিত কবিতাগুলো স্থান পেয়েছে এ কাব্যগ্রন্থে। আর্থ-সামাজিক, রাজনৈতিক ও মনোদৈহিক প্রেক্ষাপট নিয়ে অতীত ও বর্তমান বসেছে কাব্যের প্ল্যাটফর্মে। মগজের অনেক গভীরে পাক খাওয়া চেতনার গন্ধ, আধুনিক মানুষের জীবন-জিজ্ঞাসা, নাগরিক জীবনের ক্লান্তি, বিপর্যস্ত মানুষের জীবন, নিরন্তর বেঁচে থাকার তৃষ্ণা এবং প্রেম পুঞ্জীভ‚ত হয়েছে এ কাব্যগ্রন্থে। বর্তমান সময় অতীতে ঘূর্ণায়মান। আর এ ঘূর্ণি থেকে উঠে আসে জীবনের নতুন চমক। অতঃপর ভবিষ্যতের অপেক্ষায় বিলীন বাসর সাজাতে হয় সময়ের ইলাস্ট্রেশনে। তারই ছবি আঁকার চেষ্টা করা হয়েছে ‘পীড়িত চাঁদের উল্লাস’ কাব্যগ্রন্থে।
- রুদ্র মোস্তফা