34 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400TK. 349 You Save TK. 51 (13%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
‘হিটসুজি ও মেগুরু বােকেন বা ইংরেজিতে আ ওয়াইল্ড শিপ চেইজ জাপানি মায়েস্ত্রো হারুকি মুরাকামির তৃতীয় উপন্যাস। এটিকে ১৯৭৩ সালে প্রকাশিত লেখকের পিনবল উপন্যাসের স্বাধীন সিকুয়ালও বলা হয়। জাপানে প্রথম প্রকাশ ১৯৮২ সালে। ইংরেজিতে ভাষান্তরিত হয় ১৯৮৯ সালে। বইটিকে মুরাকামির বিখ্যাত “র্যাট ট্রিলজি”র অন্যতম বলা হয়ে থাকে। দুটির নাম তাে বলা হয়েই গেছে। ট্রিলজির আরেকটি উপন্যাস হল “হিয়ার দা উইন্ড সিং”। মূলত তিনটি উপন্যাসই নাম না জানা কথক ও তার বন্ধু (যার ডাকনাম) ইঁদুরের পরাবাস্তব এডভেঞ্চার নিয়ে রচিত। উপন্যাস তিনটির পটভূমি বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে ১৯৭০ সালে। প্রখ্যাত জাপানি লেখক, কবি, নাট্যকার ও ডানপন্থী এক্টিভিস্ট ইউকিও মিশিমা বিপ্লবের অংশ হিসেবে জাপানের সেল্ফ ডিফেন্স বাহিনীর হেডকোয়ার্টারে হামলা চালিয়ে ব্যর্থ হলে আত্মহত্যা করেন। আর ঠিক সেই ঘটনার পরপরই মুরাকামির এই উপন্যাস তিনটির যাত্রা শুরু হয়। অনেক জাপানি সাহিত্য সমালােচক ‘আ ওয়াইল্ড শিপ চেজ’ উপন্যাসটিকে মিশিমা’র দা এডভেঞ্চার অফ নাতসুকো' উপন্যাসের প্যারােডি বা পুনর্লিখনও বলে থাকেন। মুরাকামি তার উপন্যাস তিনটিতে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানের সাংস্কৃতিক পরিবর্তনকে এক্সপ্লোর করেছেন। আমেরিকান বা ইংরেজি সাহিত্যের মূলধারার আদলে তিনি কখনও একজন পােস্টমডার্নিস্ট বা কখনও কখনও রহস্য ও ম্যাজিক রিয়ালিজমের মিশ্রণে তিনি কাহিনীকে বর্ণনা করে গেছেন। ফলে দীর্ঘদিনের জাপানি সাহিত্য ফরম্যাট ভেঙেচুরে সম্পূর্ণ নতুন একটা সাহিত্য ভাষার জন্ম দিতে পেরেছিলেন তিনি। এই উপন্যাসটির পর লেখা ডান্স ডান্স ডান্স’ উপন্যাসটিতেও অজানা প্রােটাগনিস্টটির যাত্রা অব্যাহত থাকে। যদিও এটিকে র্যাট ট্রিলজির অংশ হিসেবে ধরা হয় না।