কবিতাকে ঘিরেই স্বপ্নের জাল বোনা আমার। কবিতায় জেগে উঠি আমি প্রতিদিন। মানুষের অন্তর্গত উচ্চারণ অনুভব করি আমি কবিতার ভেতর। ‘সময়ের চিহ্নগুলো সময় মানে না’ আমার এমনই এক স্বপ্নের বুনন। অনন্ত ঐশ্বর্যের মতো এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা জীবনের অভিজ্ঞতা, গভীর উপলব্ধি আর মননবোধের বহিঃপ্রকাশ।
কবিতার অবয়বে চারপাশের জীবন, অন্তরের অসীম বেদনা ও আনন্দকে ভাষা দিয়েছি প্রতিকী অলঙ্করণে।
নন্দনতাত্ত্বিকতার পাশাপাশি সমান্তরাল ধারায় উঠে এসেছে জীবনবোধের কাব্য, অস্তিত্বের দোসর রূপে।
এ গ্রন্থের এগারোটি ঐতিহাসিক পত্রকাব্য যা আমার কল্পনার তুলি দিয়ে আমি এঁকেছি ইতিহাসকে ঠিক রেখেই। সেই সাথে দেশ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, প্রেম, প্রকৃতি, উৎসব, কিছু যুগল কবিতা আর নারী ও পুরুষ কণ্ঠের কিছু কবিতা মিলিয়ে এক অনন্য ধারায় বয়ে গেছে কবিতার স্রোতধারা।
আশাকরি পাঠকের ভালো লাগবে।