"অণু" বইয়ের সংক্ষিপ্ত কথা:
এই গ্রন্থে তাবারক হোসেনরে প্রতিটি অণুগল্প বা ফ্ল্যাশফিকশন মানব-মানবীর জীবনের কিছু মুহূর্তের একেকটা ছবি। এই কথাশিল্পী তাঁর লেখনীর মাধ্যমে জীবনবোধের যে ছবি এঁকেছেন, তা পাঠকের মনকে আন্দোলিত করবে। সংসার ও কর্মময় জীবনে আমরা ছোট্ট ছোট্ট কিছু অনুভূতি, অনাদর আর অবহেলা মিশিয়ে তুচ্ছ মনে করে কত যে বড় বড় ভুল করে থাকি-এই গ্রন্থে লেখক তা সুন্দর ও সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছেন। গ্রন্থের সবগুলো গল্প মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে পড়ে শেষ করা যায়। অথচ প্রতিটি লেখাই পাঠকের মনস্তত্ত্বকে নাড়া দিবে এবং তাদেরকে নিবিড় ভাবনার জগতে নিয়ে যাবে। চলমান জীবনে মান-মানবীর প্রেম ও অন্যান্য সম্পর্কগুলোকে কীভাবে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যায়, এখানকার প্রতিটি গল্প যেন তারই মন্ত্র হয়ে আছে। নবীন লেখকরাও এই বইটি পড়ে উপকৃত হবেন।