যন্ত্রের যন্ত্রণায় ভরা বৃক্ষহীন তাঁতিয়ে ওঠা প্রায় বসবাস অযোগ্য এ শহরটাতে এখনও মাঝে-মাঝে অভিযোজিত ছোট-ছোট পাখিদের কিছু মনোরম কর্মকাণ্ড মুগ্ধ করে।
চারদিকে কাচে মোড়া সুউচ্চ দালানের অনেক উঁচুতে কি ভেবে দুটো চড়াই পাখি অনেকক্ষণ ধরে কাচের দেয়ালের উপর বসবার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 'টিলট্রেড' গ্লাসে ওরা কি ওদের প্রতিবিম্বিত ছায়া দুটোকে কাল্পনিক প্রতিপক্ষ ভেবে যুদ্ধ করে যাচ্ছে, নাকি কাচের ভেতর নিজেদের স্বজন আটকে আছে ভেবে উদ্ধার করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে? বিরামহীন এই খেলাতেই মেতে আছে ছোট্ট চড়াই পাখি দুটো।