Category:পারিবারিক জীবনবিধান
মহাগ্রন্থ আল-কুরআনে নবী-রাসূলদের রোমাঞ্চকর জীবন কাহিনীর মাধ্যমে মানবজাতিকে জীবন সম্পর্কে সঠিক দিক-নির্দেশনা দান করা হয়েছে।
ত্রিই কাহিনীগুলো ছোট্ট সোনামনিদের উপযোগী করে সিরিজ বই আকারে মুসলিম ভিবোজ ধারাবাহিক প্রকাশের উদ্যোগ নিয়েছে। যাতে এ থেকে সোনামনিরা নৈতিক শিক্ষা লাভ কর করতে পারে।
ধার্মিক ব্যক্তি এবং তার সন্তানেরা" বইটি নবী ইয়াকুব এবং তার ১২ জন সন্তান এবং ইউসুফ এর করুন কাহিনীটি শিশুদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যাতে করে শিশুরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
Report incorrect information