'আত্মবিশ্বাস' বইয়ের সামারিঃ
দৃঢ় মনোবল থাকলে যে কোন কিছুই যে সম্ভব তা বইটির প্রতিটি গল্পে বা হাদীসে ফুটে উঠেছে। চাহিদা অনুযায়ী মানুষ তাঁর রাস্তা ঠিক করে নেন, যেমন যায়েদ ইবনু মুলাহাহাবের ক্ষেত্রে উনি চেয়েছেন দেশের মন্ত্রী বা গভর্নর হবেন তাই উনি নিজের জন্ বাড়ি নির্মাণ করেন নি। লক্ষ্য এমনই হতে হয়, সেই সাথে লক্ষ্য অর্জনে কঠোর আত্মবিশ্বাস থাকতে হয়। বইটিতে এমন অনেক সাহাবি ও সাহাবাদের গল্প উল্লেখ আছে যা দ্বারা আপনি কীভাবে লক্ষ্যে পৌছতে হয় তাঁর সঠিক দিকনির্দেশনা পাবেন। বইটিতে হাদিস বলার ক্ষেত্রে রেফারেন্স উল্লেখ করা হয়েছে। বইটি মূল আরবি বইয়ের বাংলা অনুবাদ, খুবই সাবলীল লেখার ভঙ্গি। ২৯টি অধ্যায়ে বই ভাগ করা হয়েছে। রাসুল সাঃ, সাহাবা, ও সাহাবিদের অনেক অজানা গল্প জানা যাবে।