আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
ছোট্ট একটা গ্রাম। নাম তার সোনাপুর। এই গ্রামে সোনা রং এর মতো এত ধান হতো যে, আগের দিনের মুরুব্বিরা এই গ্রামের নাম রেখেছেন সোনাপুর। সে কবেকার কথা; তখন আমার জন্মই হয়নি, এমনকি আমার বড় ভাইয়েরও জন্ম হয়নি। এক সময় এই গ্রাম ছিল অজ পাড়াগাঁ। এখন সোনাপুর অনেক উন্নত, রাস্তা-ঘাট পাকা হয়েছে। দোকানপাটও গড়ে উঠেছে আর বেশ কিছু কলকারখানা হয়েছে। কেউ কেউ আবার ছোট- ছোট কুটির শিল্প গড়ে তুলেছে। তাতে এই গ্রামের অনেক বেকার লোকের অন্ন-সংস্থানের সুযোগ হয়েছে।
এই সোনাপুর গ্রামের আরও একটি বৈশিষ্ট্য চোখে পড়বে। সেটা হলো এখানে প্রচুর শিমুল গাছ মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে। যখন শিমুল ফুল ফোটে তখন মনে হয় পুরো সোনাপুরটা লাল গালিচা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে খুব কম বাড়ি আছে যেখানে শিমুল গাছ নেই।