আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
বাচ্চু রাতে স্বপ্ন দেখে কয়েকবার জেগে উঠেছে। ঘুমের এ মধ্যেই সে বিকট আওয়াজ করে। সাচ্চু এব্যাপারটি তেমন আমলে নেয়না। বাচ্চু চিরকালই গভীর রাতে ঘুমের মধ্যে নানা প্রকারের শব্দ শুরু করে দেয়। দাঁত কিটমিট করে। বিছানার উপর কখনো কখনো বসে থাকে। তার সাথে ঘুমানো মানে নাটকের মঞ্চের পাশে ঘুমানো। সাচ্চু আপন ভাই বলে কিছু বলতে পারে না। সাচ্চু দীর্ঘদিন ধরে দেখে আসছে বাচ্চু ঘুমের মধ্যে কখনো হাসে, কখনো গান গায়, কখনো কবিতা আবৃত্তি করে। তবে সারারাত যাইহোক সকালের দিকে সমস্ত বিরক্তিকর শব্দের অবসান ঘটে। ঘন্টা খানিক খুবই মনোযোগ সহকারে সে নীরবে গভীরভাবে ঘুমিয়ে নেয়।