সূর্যের আলো ছাড়া যেমন দিন অন্ধকার, চাঁদ ছাড়া যেমন রাত অন্ধকার,, ঠিক তেমনি মা ছাড়া দিন ও রাত সবই অন্ধকার। জেরিনা জামানের এই মূহুর্তে মনে হচ্ছে, মা ছাড়া যেন জীবনই অন্ধকার। সূর্য যেমন সারা পৃথিবীকে আলো ছড়িয়ে দিনকে সুন্দর করে তোলে, চাঁদ যেমন জেগে থেকে রাতের অন্ধকারকে সুন্দর করে তোলে, মা হচ্ছে তেমন সূর্য, তেমন চাঁদ। যে তার সন্তানকে সারাক্ষণ বুকের মধ্যে আগলে রেখে উজ্জ্বল আলো দিয়ে যায়।
জেরিনা জামান আজ তার মাকে দেখতে গ্রামে এসেছেন। ঠিক মাকে নয়। মায়ের কবর জিয়ারত করতে।
বিকেল ঘনিয়ে সন্ধ্যার পূর্ব মুহূর্ত। জেরিনা এসে নামে তার ছোট্টগ্রাম কুসুমপুর। নামে যেমন কুসুম আছে, গ্রামটিও তাই, কুসুমের মতো। যে কেউ এ গ্রামে আসলে, তার সেই অনুভূতি হবে, যেন একটা কুসুম কুসুম ব্যাপার আছে।