সেদিন ছিল শুক্রবার। ইন্সটিটিউব অব পারফর্মিং আর্টস এর ক্লাস। ইচ্ছায় দ্বিধা দ্বন্ধের হামাগুড়ি। যেহেতু আমার মন ভাল নেই, তাই যাব কি যাব না কোন সিদ্ধান্ত নিতে পারছি না। এমন সময় কাইয়ূমের উপস্থিতি আমাকে বাধ্য করে সান্ত্বনা যুগিয়ে মটর সাইকেল করে নিয়ে যায়। ক্লাসে খুব নীরব বসে আছি আমি প্রতিদিনের মতো রীপা আজও আমার ঠিক পাশে এসে বসল। খানিকটা সরলাম যাতে শরীরে শরীর না লেগে যায়। ক্লাসের মাঝামাঝি সময়ে আমাকে অবাক করে দিয়ে প্রশ্ন করে?
আমি কিন্তু বুঝে উঠতে পারিনি, মন খারাপ করে বসে আছেন কেন?